ড্যাফোডিলে জরায়ু মুখ ক্যান্সার নিয়ে সেমিনার

13.08বাংলাদেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ১৭৬৮৮ জন নারী এবং প্রতিদিন গড়ে ১৮ জন নারী এই রোগে মুত্যুবরণ করছে এবং একমাত্র সচেতনতাই এ রোগ থেকে মুক্তির প্রধান উপায় বলে সেমিনারে বক্তারা আভিমত ব্যক্ত করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র জনস্বাস্থ্য বিভাগ এবং চাইল্ড এন্ড মাদার কেয়ারের প্রজায়িনী প্রকল্পের যৌথ উদ্দ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা কার্যক্রম ” শীর্ষক এ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র জনস্বাস্থ্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শাজাহান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ কেরামত আলী ।

সেমিনারে জরায়ু মুখ ক্যান্সার এর উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ বদরুল হক। চাইল্ড এন্ড মাদার কেয়ারের প্রজায়িনী প্রকল্পের পরিচালক আইনুন মেমী’র উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি’র গবেষণা কর্মকর্তা ডাঃ ইহসানুল হক ও চাইল্ড এন্ড মাদার কেয়ারের সাধারন সম্পাদক মোঃ আখলাকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ কেরামত আলী বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সর্বদা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর এবং সে লক্ষ্যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চিকিৎসা কেন্দ্র ও চালু করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ এবং দীর্ঘায়ু নিশিচ্ত করতে স্বাস্থ্য বিধিসমূহ যথাযথ ভাবে মেনে চলতে এবং শৃংখলা ও নিয়মানুবর্তিতা অনুসরনের উপদেশ দেন যা তাদের নিজেদের জন্য কল্যান কর হবে এবং দেশ সেবায় অবদান রাখতে সহায়তা করবে।

পছন্দের আরো পোস্ট