৬ সহস্রাধিক মাদ্রাসা ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে

shanshodডিজিটাল শিক্ষা পদ্ধতিতে সম্পৃক্ত করতে দেশের ৫ হাজার ৫০০ মাদ্রাসায় মাল্টিমিডিয়া প্রযুক্তি স্থাপন এবং ৬ হাজার ৬০০ মাদ্রাসায় ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

Post MIddle

এ ছাড়া বৈঠকে আরও জানানো হয়, আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি লেভেল কর্মসূচির আওতায় ২৩ হাজার ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিভাবে পাবে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, স্পিকার, মডেম ও ইন্টারনেট সংযোগ।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফসারুল আমিন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ, সেলিনা আক্তার বানু বৈঠকে অংশ নেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে অর্থ বরাদ্দসাপেক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হয়েছে। এ সময় শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

পছন্দের আরো পোস্ট