বন্যার্তদের সাহায্যে জাবির রংপুর ছাত্রকল্যাণ সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্দ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা সমিতির সভাপতি হিরু মিয়া জানান, কুড়িগ্রাম উপজেলার উত্তর রমনা ইউনিয়নের আম্বার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও একই ইউনিয়নের খরখরিয়া এলাকার ৯০ জন এবং রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ী এলাকার ২০ জন বন্যার্তদের মাঝে চাল, ডাল, সয়াবিন তৈল ও ঔষধ বিতরণ করা হয়।

Post MIddle

ত্রাণ বিতরণের সময় সভাপতি মো: হিরু মিয়া, সাধারণ সম্পাদক মো: মোছাদ্দেকুর রহমান মুন্না,সহ সম্পাদক মাহমুদুল হাসান রিজু,আম্বার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় হিরু মিয়া বলেন,আমরা বিশ্ববিদ্যালয়ের রংপুরস্থ শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন হল ও বিভাগ থেকে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই সামান্য ত্রাণ যদি বন্যার্তদের একটু হলেও উপকারে আসে তাহলেই আমদের পরিশ্রম সার্থক হবে।##

পছন্দের আরো পোস্ট