স্বাশিপের গোলটেবিল বৈঠক মঙ্গলবার
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে (৯ আগস্ট) মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “রক্তস্নাত আগস্ট- সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে করণীয়” শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরম্নল ইসলাম এমপি।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম ও বাংলাদেশ জমিয়তে ওলামার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিড়্গক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.এস.এম মাকসুদ কামাল, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরী।
সভাপতিত্ব করবেন স্বাধীনত শিক্ষক পরিষদ এর সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী এবং সঞ্চালনা করবেন স্বাশিপ- এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।#
আরএইচ