জবি শিক্ষার্থীদের ক্লাস বর্জনের সিদ্ধান্ত

জবি/juজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা চকবাজারের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আজ থেকে তিন ঘণ্টা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার সকাল ৯টায় শুরু হওয়া আন্দোলন থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। পরে তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের প্রধান গেট বন্ধ করে স্লোগান, প্রতিবাদী গান ও গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

Post MIddle

বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের এক সমাবেশে ক্লাস বর্জনের ডাক দেয়া হয়। শিক্ষার্থীরা বলেন, চকবাজারের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে জবির হল নির্মাণের জন্য দুই বছর আগে আন্দোলন শুরু করেন তারা। তবে শিক্ষার্থীদের আন্দোলন আমলে না নিয়ে সম্প্রতি সেখানে জাদুঘর ও পার্ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীরা জাদুঘর ও পার্ক নির্মাণের পক্ষে। তবে সেখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক হল নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার করার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের আন্দোলনে কোনো বাধা নেই। তবে কোনো ভায়োলেন্স হলে ব্যবস্থা নেয়া হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট