গণবি’র ব্যবসায় প্রশাসন বিভাগে কর্মশালা

IMG_20160806_110024সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বেলা ১১টায় একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে “Workshop on Job Hunting Process in the 21 st century” শীর্ষক কর্মশালা।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর কবির এর সভাপতিত্বে পরিচালিত হয় এই কর্মশালা। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রান মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর নজরুল ইসলাম।

এসাথে কর্মশালায় বক্তব্য রাখেন  প্রফেসর জাহিদ কামাল(নটরডেম ইউনিভারসিটির), ম্যানেজমেন্ট এন্ড ফিন্যান্স বিভাগীয় প্রধান আবু জাফর আহমেদ মুকুল(শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)   কায়ছার রাজিব শ্রীপা(সহকারী ম্যানেজার এসিআই লিমিটেড), সাকিব ইমরান খান(এইচ.আর ম্যানেজার ইন্টারটেক বাংলাদেশ লিমিটেড), নুজহাত ইসলাম( এইচ.আর প্রফেশনাল,বিএটিএম )। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী।

Post MIddle

কর্মশালায় বক্তারা জব সার্চিং প্রসেস, ইফেক্টিভ কভার লেটার, ইফেক্টিভ সিভি রাইট, ইন্টার্ভিউ টেকনিক এবং জব সংক্রান্ত  নানা তথ্য শিক্ষার্থীদের মাঝে  তুলে ধরেন।  প্রফেসর জাহিদ কামাল বলেন, “বর্তমান সময়ে জব ক্ষেত্রে নানা প্রতিযোগিতার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে, সেই প্রতিযোগিতায় এগিয়ে যেতে সকল প্রকার চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি”।

সাধারণ শিক্ষার্থীরাও বক্তাদের সম্মুখে তাদের মতামত তুলে ধরেন।

IMG_20160806_110038 (1)

পছন্দের আরো পোস্ট