জাবিতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধি শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেন্সড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) উদ্যোগে প্রতিবন্ধি শিক্ষার্থীদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুর হয়েছে।শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে এ প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ আবুল খায়ের।

Post MIddle

সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন বলেন, প্রতিবন্ধিরা যে দেশের নাগরিক তাদেরও যে অধিকার আছে তা আমাদের সকলের চেষ্টায় বাস্তব রুপদান করা সম্ভব হবে। আমাদের ক্যাম্পাসে প্রতিবন্ধি সেজে অনেকে ভর্তিরা হচ্ছে। যার কারণে যারা প্রকৃত প্রতিবন্ধি তারা তার অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবন্ধিদের সংখা নিরুপণ করে তাদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মোকাম্মেল হোসেন ভূঁইয়া, পিডিএফ’র কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান কিরণ, পিডিএফ’র জাবি শাখা সভাপতি কাউসার হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ##

পছন্দের আরো পোস্ট