জাবিতে দুর্নীতি বিরোধী গেম শো ও কার্টুন প্রদর্শনী

 

‘জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় ‘ইয়েস গ্রুপ’র উদ্যোগে ও টিআইবি এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী কার্টুন শো ও কার্টুন প্রদর্শনী।মঙ্গলবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয় চত্ত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

Post MIddle

প্রদর্শনীর উদ্বোধন করেন ‘ইয়েস গ্রুপ’র প্রধান উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরণে উদ্যোগ তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখতে সহায়ক ভূমিকা পালন করবে। আজ যারা তরুণ তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। এখান থেকে যদি তাদের মনন গড়ে উঠে তাহলে তারা দুর্নীতি করা তো দূরের কথা, দূর্নীতি রোধ করতেই সচেষ্ট হবে।

 

অনুষ্ঠানে সংঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক এস এম তারিকুল ইসলাম, টিআইবির ডেপুটি প্রোগাম ম্যানেজার দিলরুবা বেগম মোনালিসা, প্রদর্শনীর টিম লিডার প্রজ্ঞা কবির মিশু ডেপুটি টিম লিডার রকিবুল ইসলাম ও আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ##

পছন্দের আরো পোস্ট