ড্যাফোডিলে কর্পোরেট কর্মশালা ৫ আগস্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে জীবন পরিবর্তনকারী ‘‘ক্যারিয়ার ব্রেক-থ্রু” শীর্ষক দিনব্যাপি কর্মশালা আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালযের বেনকুইট হলে অনুষ্ঠিত হবে। কানাডা প্রবাসী আন্তর্জাতিক সনদপ্রাপ্ত প্রশিক্ষক, ব্রেক-থ্রু বিশেষজ্ঞ এবং অনুপ্রেরণাদায়ী বক্তা জনাব আলী খান কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

 

Post MIddle

কর্মশালার মূল উদ্দেশ্য হলো, কোন বিষয়টি আপনাকে বড় হতে বাঁধা দিচ্ছে তা জানা, আপনার ভেতরের সামর্থ্য প্রকাশ করতে শেখা, কর্মজীবনের চ্যালেঞ্জকে পরাস্ত করতে শেখা, নিজের সফলতাকে অর্জন করা, একজনের চ্যাম্পিয়ানের মত বাঁচা এবং সাফল্যের শীর্ষে পৌঁছাতে শেখা।

 

যে কোন কর্পোরেট এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, অনুষদ সদস্য এবং সদ্য স্নাতক পাশ সবাই কর্মশালায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। কর্মশালায় রেজিস্ট্রেশন ফি ৪২৫০ টাকা মাত্র। দলগতভাবে অংশগ্রহণকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন এবং লাঞ্চ, নাস্তা (দুই বার) এবং প্রশিক্ষণের যাবতীয় উপকরণ প্রদান করা হবে। ##

পছন্দের আরো পোস্ট