শিক্ষামন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র এম্বাসাডর পিয়েরে মায়াদুন (Pierre Mayaudon) এর নেতৃত্বে ইইউ’র ৩ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (১৮ জুলাই) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে শিক্ষাখাতে, বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে ইইউ’র সহযোগিতা জোরদার করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে।

 

Post MIddle

মন্ত্রী বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য ইইউকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট