একাদশে ভর্তি অপেক্ষমাণ মেধা তালিকা শুক্রবার

ssc-admisionএকাদশ শ্রেণীতে ভর্তির জন্য শূন্য আসনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে শুক্রবার। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ আশফাকুস সালেহীন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

 

আশফাকুস সালেহীন বলেন, এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসনের বিপরীতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা ধরে ২২ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।

 

Post MIddle

তিনি আরও বলেন, আবেদনকারী বাকি শিক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ২৪ জুন অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-এ লগইন করে শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, গ্রুপ/শিফট/ভার্সনভিত্তিক অপেক্ষমাণ মেধাক্রম ও অন্যান্য তথ্য পাওয়া যাবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট