আশায় ট্যাবলেট প্রস্তুতকরণ এবং মান নিয়ন্ত্রণ কর্মশালা

IMG_9028আশা ইউনিভার্সিাট বাংলাদেশ-এর ফার্মেসী বিভাগ গত (১০ জুন) “ট্যাবলেট প্রস্তুতকরণ এবং মান নিয়ন্ত্রণ” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। জনাব ইশতিয়াক আহমেদ, সিনিয়র ম্যানেজার, ম্যানুফেকচারিং, সানোফি বাংলাদেশ লিঃ এবং জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র ডেপুটি কোয়ালিটি এ্যাসুরেন্স ম্যানেজার, এসকেএফ বাংলাদেশ লিঃ,-কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

Post MIddle

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ এবং ট্রেজারার ড. একেএম হেলাল উজ জামান উপস্থিত ছিলেন। আশাইউবি’র সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কোহিনুর বেগম কর্মশালায় সমাপনী বক্তব্য প্রদান করেন।

 

ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা এবং বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট