বাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন সহ অ্যানিমেল হাজবেন্ড্রি (পশু পালন) শিক্ষার প্রসারের দাবিতে মানববন্ধন করেছে অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (০৮ জুন ২০১৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ছাত্র সমিতির নেতা জয়ের সঞ্চালনায় এ সময় অনুষদের ছাত্র প্রতিনিধি দ্বীপজয় সাহা, কোকিল চন্দ্র, ফিরোজ মাহমুদ, গোলজার হোসেন, শেখ মামুন, সাথী প্রমূখ ছাত্র নেতা-নেত্রী বক্তব্য রাখেন। এ সময় ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. আখতার হোসেন ইউজিসি সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার প্রসারে বাঁধা দিচ্ছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

 

Post MIddle

এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রণীত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন সহ অন্যান্য কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ চালু এবং আলাদা প্রাণিসম্পদ উন্নয়ন অধিদপ্তর স্থাপনের দাবি জানান তারা।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট