রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎচালিত পাম্প উদ্বোধন

রাজশাহী-বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্যোগকালীন পরিস্থিতিতে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য একটি ভ্রাম্যমাণ সৌরবিদ্যুৎচালিত পাম্প স্থাপন করা হয়েছে।

 

 

রবিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল চত্বরে এই পাম্প উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। ‘দুর্যোগ ব্যবস্থাপনায় সৌর বিদ্যুৎচালিত জরুরি পানি সরবরাহ ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই হর্স ক্ষমতাসম্পন্ন এই পাম্পটি স্থাপনে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

 

Post MIddle

 
পাম্পটি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 
এরপর উপাচার্য প্রকৌশল দপ্তরে নবনির্মিত স্মার্ট অফিস কক্ষ উদ্বোধন করেন। এই অফিস কক্ষে জায়গা সাশ্রয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দপ্তরের কাজকর্ম গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থাদি আছে।

 

লেখাপড়া/এমটি/৫০৫

পছন্দের আরো পোস্ট