বেরোবিতে ব্যবসা শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার

Intlবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ও গবেষণা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে চলমান একটি প্রকল্পের (হেকেপ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির হল রুমে সেমিনারটির আয়োজন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Post MIddle

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য বিভাগের প্রধান প্রফেসর ড. রাজিব দাসগুপ্ত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অভিনয় চন্দ্র সাহা, ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বানিজ্য বিভাগের প্রধান প্রফেসর ড. সমিরেন্দ্র নাথ ধর, একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দেবব্রত মিত্র, প্রফেসর ড. কনক কান্তি বাগচি, রাজশাহী বিশ্ববিমদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ আজম।

 

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সেমিনারের লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট