কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী

3জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার বৃহস্পতিবার (২৬-০৫-২০১৬ তারিখ) দ্বিতীয় দিন। প্রথমে প্রশাসনিক ভবনের সামনে কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব সম্পদ বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

 

পরে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব সম্পদ বড়ুয়া । মাননীয় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘কবি নজরুল মাত্র ৮ বছর বয়সে তাঁর বাবাকে হারান। ফলে খুব কম বয়সেই তাঁকে কর্মজীবনে নামতে হয়। রুটির দোকানে, লেটোর দলে, সেনাবাহিনীতেসহ এমন কোন কাজ নেই যা তিনি করেন নি।

 

1আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। মাননীয় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘কবি নজরুল অল্প বয়সে কবিতা লিখে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে দেখান তখনই রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলকে চিনতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন এক অনুষ্ঠানে কবি নজরুলকে দর্শক সারি হতে মঞ্চে তাঁর পাশে বসিয়েছিলেন। ঠাকুর পরিবারে অন্যদের প্রবেশ সহজ ছিল না, কিন্তু কবি নজরুলের জন্য ঠাকুর পরিবারের দরজা সবসময় উম্মুক্ত ছিল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

 

Post MIddle

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কবি মুহাম্মদ নূরুল হুদা। ‘সমন্বয়বাদী নজরুল’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। ‘ত্রিপুরায় নজরুল চর্চা : অতীত ও বর্তমান’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ভারতের ত্রিপুরার বিশিষ্ট নজরুল সঙ্গীতজ্ঞ ও প্রশিক্ষক মায়া রায়। প্রবন্ধ দুইটির প্রত্যেকটি দুইজন করে চারজন আলোচনা।

 

2চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী- ২০১৬ চারুকলা বিভাগে অনুষ্ঠিত হয়। শতাধিক ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব সম্পদ বড়ুয়া এই শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন। শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি নজরুলের গান, কবিতা, নৃত্য, মিডিয়া এন্ড ফিল্ম বিভাগের তৈরি নজরুল বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং কাজী নজরুল ইসলাম রচিত, রইছ উদ্দীন আহাম্মেদ নির্দেশিত নাটক ‘ঝিলিমিলি’ পরিবেশন করে নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগ।

 

এদিকে কবি নজরুলের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মেডিকেল উপ-কমিটি কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাস-এর উদ্যোগে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব সম্পদ বড়ুয়া ফ্রি ব্লাড গ্রুপিং এবং আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট