ইউএপির আইন বিভাগের পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত

d6996386-1d4c-4a0b-87c6-386f4251e6a7

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর আইন ও মানবাধিকার বিভাগের সোস্যাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যেগে রাখুন আপনার চারপাশ পরিস্কার, করুন ময়লা আবর্জনা বহিস্কার” শ্লোগানে পরিচ্ছন্নতা কর্মসূচী ২০১৫ পালিত হয়। প্রাথমিকভাবে ঢাকার ফার্মগেইটের আনন্দ সিনেমা হল থেকে পান্থপথ বরাবর রাস্তা এই পরিচ্ছন্নতা কর্মসূচীর আওতায় আনা হয়।

 

 

 

 

Post MIddle

কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ড. আ ন ম আতাহার আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগগের অন্যান্য শিক্ষকমন্ডলী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এই ধরণের সামাজিক কার্যক্রমকে প্রসারের ক্ষেতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

 

 

 

ক্লাবের মডারেটর আবদুল্লাহ আল নোমান বলেন, সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কর্মসূচী এবং জনসচেনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

 

লেখাপরা২৪/এমটি/১০১

 

পছন্দের আরো পোস্ট