কুয়েটে বিইসিএম বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের ’১৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিইসিএম সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ১৮ মে বুধবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের তওই কৌশল ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

 

বিইসিএম সমিতির সভাপতি ও বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল বাশার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান।

 

Post MIddle

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিইসিএম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট