ইউল্যাব এবং চিয়াং মাই ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

e0a96230-06b1-4474-a152-0341fb7757b5

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির(সিএমইউ)মধ্যে গত ১৬ই মে ২০১৬ থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটিতে এক চুক্তি স্বাক্ষরিত হয় ।পরস্পরের মধ্যে ভাষা শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থী বিনিময়ের লক্ষ্যে (ইউল্যাব) ও সিএমইউ এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।

 

 

Post MIddle

ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান ও সিএমইউ এর এমডি প্রেসিডেন্ট প্রফেসর নিয়েস নানতাচিত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। ইউল্যাব বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে সিএমইউ চুক্তিবদ্ধ হয়েছে।

 

 

 

 

২০১৬  সালের শেষে  ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (সিএলএস ) এবং সিএমইউ এর ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট এর মধ্যে শিক্ষার্থী বিনিময় শুরু হবে । এটা বাস্তবায়িত হলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে ভাষা ও সংস্কৃতি আদান প্রদান করতে পারবে ।

 

 

 

 

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চিয়াং মাই ইউনিভার্সিটি উত্তর থাইল্যান্ডের সবচেয়ে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান যার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ হাজার ।

পছন্দের আরো পোস্ট