ঢাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ভাস্কর্য বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৫’ সোমবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান, বিভাগীয় চেয়ারম্যান এ এ এম মো. কাওসার হাসানসহ প্রমুখ।

প্রদর্শনী চলবে আগামী ৭ মে ২০১৬ শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।##
লেখাপড়া২৪.কম/এমএইচ