খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কুয়েট পরিদর্শন
বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পার্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আজ (৩০ এপ্রিল) শনিবার দুপুর ১২টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করেছেন।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ (দারা) এমপি’র নেতৃত্বে অন্যান্য সদস্যগণ হলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব খোদেজা আক্তার খানম (যুগ্ম সচিব), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব মফিজুর রহমান, খাদ্য অধিদপ্তরের ডিজি ফিরোজ আহমেদ (অতিরিক্ত সচিব), মর্ডাণ ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্টে ডাইরেক্টর মোঃ গাজী উর রহমান (যগ্ম সচিব)।
কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান এবং পরিদর্শনকালীন সময়ে তাদের সঙ্গে ছিলেন। কুয়েট ভিসি পরিদর্শনে আসা সংসদ সদস্য ও সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
সংসদ সদস্যগণ কুয়েটের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে কুয়েট এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।