সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

_DSCedit4100চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আজ শনিবার দিবসটি পালিত হয়। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন এবং ভেটেরিনারি ছাত্র সমিতির যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

 

Post MIddle

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল হাই, প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন, প্রফেসর ড. মাসুদুজ্জামান, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ডা. ফরহাদ হোসেন প্রমুখ।

 

উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ সভায় বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ডিন এওয়ার্ড এবং একাডেমিক এওয়ার্ড ২০১৬ প্রদান করেন।

 

 

পছন্দের আরো পোস্ট