ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও অক্সফাম, বাংলাদেশের উদ্যোগে আজ (২৫ এপ্রিল ২০১৬) সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘Challenges of Climate Change and Resilience শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব্ এশিয়া প্যাসিফিক এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন এবং অক্সফ্যাম বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও প্রোগ্রাম ডিরেক্টর এম. বি. আক্তার। উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক Mr. J. Craig Jenkins, আইডিএমভিএস-সাইমন প্রজেক্ট টিম লিডার Dr. Javier Chercoles নিউজিল্যান্ড এর লিংকন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সিনিয়র লেকচারারDr. Nazmun N. Ratna এবং অক্সফ্যাম বাংলাদেশ এর Mr. Tapas R. Chakraborty.