জাবি ছাত্রজোটের মহাসড়ক অবরোধ

13043376_874822329294813_5469799918088303536_nসোহাগী জাহান তনু হত্যাসহ সারাদেশব্যাপী ঘটতে থাকা অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রজোটের নেতাকর্মীরা।

 

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবোরধ করে রাখে তারা। এতে রাস্তার দুই পাশে শতশত বাস, ট্রাক, মিনিবাস, ব্যাক্তিগত গাড়ি, মোটরসাইকেল আটকা পড়ে।

 

Post MIddle

পরে আশুলিয়া থানার পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় প্রচার সম্পাদক উজ্জল সহ কয়েকজন আহত হয় এবং ছাত্রজোটের ১০ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।

 

এ ব্যাপারে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মহসিন কাদের বলেন, রাস্তা পরিস্কার করে দিয়েছি এখন গাড়ি চলছে। গ্রোপ্তারের ব্যাপারে তিনি বলেন আমি এখনো কিছু বলতে পারছিনা।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট