খুবিতে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেটের ফাইনাল মঙ্গলবার
খুলনা বিশ্ববিদ্যালয় আন্তঃডিসিপ্লিন-টি২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামীকাল ২৬-০৪-২০১৬ খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার বেলা ১-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি থাকবেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শরীফ হাসান লিমন। ফাইনাল খেলা ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বনাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মধ্যে অনুষ্ঠিত হবে। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ