চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৩৭শিক্ষার্থীর বৃত্তি লাভ

Pic (E) Chakaria Korak Biddyapith Primaryসদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাথমিক শাখা কক্সবাজার জেলার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। স্বনামধন্য এ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় ৩৭জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তৎমধ্যে ৩০জন ট্যালেন্টপুলে এবং বাকি ৭জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

 

Post MIddle

প্রাথমিক শাখার পরিচালক মাস্টার অলসন বড়–য়া জানান, অভাবনীয় সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাগণ কঠোর পরিশ্রম করেছেন। শ্রেণিকক্ষে দিয়েছেন সু-নিবীড় পাঠদান। তাছাড়া অভিভাবকগণও ব্যাপক অবদান রেখেছেন শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রযাত্রার মান নিয়ে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে- প্রাথমিক শাখার অসাধারণ কৃতিত্বের ধারাবাহিকতা যেন পুরো প্রতিষ্ঠান ধরে রাখতে পারে; এ জন্য সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট