ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা ও প্রতিবাদ

dujaফরমায়েশি প্রতিবেদন না করায় বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তপন কান্তি রায়ের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার সাংবাদিক সমিতি সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই ঘটনার বিচার দাবি করেছেন।

 

একইসঙ্গে ঘটনার তদন্তে গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক জরুরি কার্যনির্বাহী সভায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফরহাদ উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন, বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাইফ সুজন ও জনকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইব্রাহিম মল্লিক সুজন।

Post MIddle

তদন্ত কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট