শাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশ বছর উদযাপন

DSC00485শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভাগটি। ‘ফিরে দেখা ২০ বছরে’ শিরোনামে এ আয়োজনের মধ্যে ছিলো আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, প্রাক্তন শিক্ষার্থীদের বরণ, সেমিনার ও মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বুধবার সকাল ১১টায় বিভাগের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে “রাজনীতি ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা রহমান, ড. এস এম হাসান জাকিরুল ইসলাম প্রমুখ।

 

Post MIddle

এছাড়া বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/আরএইচ

 

 

পছন্দের আরো পোস্ট