মহারাণী কিছু তো বলো
মহারাণী!তুমি কি আমার আকাশের
চাঁদ হতে পার ? যেন,
তোমার জোৎস্নাগুলো গায়ে মেখে
ধুলোতে লুটোপুটি খেলতে পারি ।
তুমি কি আমার উদাস মনের
প্রাণ ভরে মুক্ত নিঃশ্বাস হতে পার,
আর কিছু না হোক-
মনের প্রশান্তি তো পাব ।
মহারাণী! তুমি কি আমার রাণী হবে,
অলংকার হীন রাণী!
রাজ্য না দিতে পারি,হাত দুটো ধরে

কষ্টগুলোর অংশীদার তো হতে পারি ।
আমার পার্বতী তো হতেই পারো
ভাল না হয় না ই বাসলে,
দেবদাস হয়ে তোমার অপেক্ষায়
সারাজীবন কবিতা লিখতে তো পারি ।
মহারাণী!চুপ করে থেকো না
কিছু একটা বল !
এভাবে আর কতদিন ?
প্রতিক্ষায় থাকতে থাকতে
আমি আর আমার আমিতে নেই
সবটা জুরে শুধু তুমিময় ।
উৎসর্গঃ মহারাণী তোমাকে…