বলতে পারো এমন চাওয়া কিসে?
দিনের শেষে ডুবতে হবে জেনেও রোজ সূর্য উঠে,
দিনের আলোয় মরন হবে জেনেও চন্দ্র উঠে।
ঝরতে হবে জেনেও ফুটে ফুল,
ভাঙতে হবে জেনেও নদীকে আকড়ে রাখে কূল।
বলতে পারো এমন চাওয়া কিসে?

ভালবাসায় বিচ্ছেদ আছে এমন কথা ভেবে –
পাওয়ার আশা ছেড়েছে কেউ কি সত্যি ভালবেসে?
সংসারের স্বপ্ন দেখা কেউ দিয়েছে কি বাদ?
যদি তাই ই হত –
তাহলে কেন ভালবেসে সহজেই মানুষ গ্রহন করে মরনেরও স্বাদ?
উৎসর্গঃ মিনু আহমেদ কে।।।।
কবিঃ নাজিম আহমেদ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
শিক্ষার্থীঃ সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ