পররাষ্ট্রমন্ত্রীর সাথে আইউটি’র নয়া উপাচার্য’র সাক্ষাত

Photo for Press Release.jpg

আ.ইউ.টি’র (ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ও.আই. সি’র অধিভূক্ত প্রতিষ্ঠান ) নতুন উপাচার্য প্রফেসর ড. মুনায আহমেদ নূর গত রবিবার( ১৭ এপ্রিল ২০১৬)  পররাষ্ট্রমন্ত্রী, জনাব আবুল হাসান মাহমুদ আলীর সাথে তাঁর কার্যালয়ে দেখা করেন।

Post MIddle

 
পররাষ্ট্র মন্ত্রী আ.ইউ.টি তে পড়তে আসা বিদেশী ছাএ্রদের ভিসা সহজীকরণের এবং বিদেশী ছাএ্ররা যাতে সহজে ভিসা পেতে পারে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। মাননীয় উপাচার্য পররাষ্ট্র মন্ত্রীকে আ.ইউ.টি’র বিভিন্ন একাডেমিক এবং অনান্য বিষয়াবলী সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্র মন্ত্রী আ.ইউ.টি কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

 

 

উপাচার্য পররাষ্ট্রমন্ত্রীকে আ.ইউ.টি’র এন্ডাওমেন্ট ফান্ডে (বৃত্তিমূলক তহবিল) অবদান রাখার জন্য আবেদন জানান এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উপাচার্য মহদোয়কে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সম্ভাব্য সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট