গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার খুলছে এনএস কলেজ
এনএস কলেজ (নাটোর) প্রতিনিধি : গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৮ এপ্রিল সোমবার খুলছে নাটোর নবাব সিরাজ (এনএস) উদ্-দৌলা সরকারি কলেজ। সোমবার থেকে কলেজের সকল বিভাগে ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে এনএস কলেজ প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এনএস কলেজের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গত ২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল প্রর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বাংলা নববর্ষ, বৈসাবি উৎসব ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এনএস কলেজের সকল বিভাগের ক্লাস ছুটি ঘোষণা করে কলেজ প্রশাসন। কলেজ ছুটি থাকলেও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ছাত্র ও ছাত্রীদের দুটি হল খোলা রাখে কলেজ প্রশাসন। এছাড়া এই ছুটিতে সকল ক্লাস বন্ধ থাকলেও সরকারি ছুটির দিনগুলো ব্যতীত বাকি দিনগুলোতে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলে।#
আরএইচ