এশিয়ান ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন প্রোগ্রাম
সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইংলিশ এসোসিয়েশন ইংরেজি বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাজুয়েশন প্রোগ্রামের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, কর্মজীবনে তোমরা সততার স্বাক্ষর রাখবে। তিনি বলেন, নৈতিকতা কর্মজীবনে সফলতার সবচেয়ে কার্যকরী যোগ্যতার নাম। তিনি সবাইকে গ্রাজুয়েশনেই শিক্ষা জীবনের ইতি না টেনে মাস্টার্স এবং তদুপরি এমফিল পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজার এড. আবুল কালাম আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভিসি মহোদয়ের বিশেষ সহযোগী কে, এম, মনিরুল ইসলাম, কলা অনুষদের ডিন ড. মোঃ মহসিন উদ্দিন, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।##
লেখাপড়া২৪.কম/এমএইচ