শাবি সমাজবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী ২৯ এপ্রিল

SSCTU20151007091509শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের দু’দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। প্রথমবারের মতো বিভাগের এই মিলনমেলায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
রবিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুনর্মিলনী কমিটি-২০১৬ এর সদস্য সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন লিখিত বক্তব্যে জানান, দু’দিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন রয়েছে রঙিন র‌্যালি, স্যুভেনির প্রকাশনা, অ্যালামনাই কমিটি গঠন, জলের গান এর পরিবেশনা এবং দ্বিতীয় দিন থাকছে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৭ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী  অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে বলে উলে­খ করেন তিনি।
Post MIddle
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জসীম উদ্দিন, অধ্যাপক বেলায়েত হোসাইন, সহযোগী অধ্যাপক আল আমীন, ড. আতিকুল হক, আনোয়ার হোসাইন, মুহাম্মদ মুরাদ, মাহেদ-উল-ইসলাম চৌধুরী ও পুনর্মিলনী কমিটি-২০১৬ এর সহ-আহবায়ক রাশেদুল হক প্রমূখ।
অধ্যাপক জসীম উদ্দিন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ
পছন্দের আরো পোস্ট