রাবিতে গান পাউডার সদৃশ বস্তু উদ্ধার

12988182_1745334175738232_1523916663_n

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনের সামনে থেকে গান পাউডার সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ বস্তুটি উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।তারা বলেন, সন্ধ্যার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার দিক থেকে ফানুস আকারে গানপাউডার সদৃশ বস্তুটি উড়ে এসে প্যারিসরোড সংলগ্ন উপাচার্যের বাসভবনের সামনে পড়ে। এসময় ওই স্থানে আগুন ধরে যায়। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টরকে খবর দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যান।

 

এ বিষয়ে রাবির প্রক্টর অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান বলেন, ‘ঘটনাটি পুলিশকে জানালে তারা বস্তুটি উদ্ধার করে। তবে বস্তুটি আসলে কী তা আমরা নিশ্চিত নয়।’ঘটনার বিষয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বস্তুটি অনেক দূর থেকে উড়ে এসে পড়েছে। তবে বস্তুটি কী তা পরীক্ষা করা না হলে আমরা বলতে পারবো না। তবে বিস্ফোরক বলে মনে হচ্ছে না।’

পছন্দের আরো পোস্ট