এস এম আহমেদ মনির কবিতা বৈশাখে মহারাণী

IMG_5681

Post MIddle

বৈশাখে মহারাণী

এস এম আহমেদ মনি

মহারাণী!বৈশাখের প্রথম দিনে,

কেমন আছ?

জানি বলবে ভাল নেই,

তবে টিপ,লিপিস্টিক নিশ্চই পড়েছিলে?

আর আমি তো তোমায় অনুভব করছিলাম,

তিন দিনের ময়লা পাঞ্জাবী পড়ে ।

হ্যা!এখন বলবে মেলায়-

ঘুড়ি উড়ানোর কথা!

ঘুড়িতো নয় মন উড়িয়েছিলাম,

আর চেষ্টা করেছি তোমার আকাশে উড়াতে ।

ব্যর্থ হয়ে ঘাসের মধ্যে দুঃখগুলোকে

চাপা দিয়ে,ব্যস্ততার কাছে নিজেকে-

সমর্পন করে মনের ইচ্ছাগুলো খুন করতে ।

হৃদে থেকেও দূরে থাকার কষ্টগুলো

আমাকে মনে করিয়ে দেয়,

তোমাকে না করা প্রশ্ন-

আমায় বুঝ না কেন? করতে ।

মহারাণী!তোমার লালশাড়ী পড়া দেখে

ইচ্ছে জাগে আঁচলে মাথা ঢাকতে,

দেখ,নববর্ষের দিনে তুমিহীন

ভাল না,ভাল থাকতে চেষ্টা

আর জানো তো,

আমি এমনই ।

উৎসর্গঃ তোমাকে…

পছন্দের আরো পোস্ট