ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলায় অংশ গ্রহণে জেলা দল
৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৬ খেলায় অংশ গ্রহণের লক্ষে সাতক্ষীরা ত্যাগ করেছে জেলা দল। বুধবার দুপুরে জেলা অফিসার্স ক্লাবের নৈঋত মঞ্চে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের ১৬ সদস্যের একটি টিমের সাথে সৌজন্য সাক্ষাত ও বিদায় জানান।
এসময় তিনি বলেন, ‘ক্রিকেট সাতক্ষীরা জেলাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তোমাদের একমাত্র লক্ষ্য হবে বিজয় অর্জনের মাধ্যমে এ জেলার ক্রীড়াঙ্গণের সুনাম ধরে রাখা। ফলে ক্রিকেট খেলায় এ জেলার যে সুনাম রয়েছে আগামী দিনে সেটি ধরে রাখতে হবে।
’ সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের সাথে সাক্ষাত ও বিদায়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য শেখ মারুফুল হক, টিম ম্যানেজারমোঃ আলতাপ হোসেন, কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, অধিনায়ক স্বপন, সহ অধিনায়ক রিপনসহ বিদায়ী দলের খেলোয়াড়বৃন্দ।