ইবি আরবী বিভাগে নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

IMG_0315আজ (১৩ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ, বৃত্তিপ্রদান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম সরকার প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

Post MIddle

অতিথিবৃন্দ বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দেবার জন্য যোগ্য নাগরিক হিসেবে নবীনদেরকে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সব সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তত হতে হবে। বিশ্ব জ্ঞানভান্ডারের সাথে সবসময় সংযুক্ত থেকে এবং সুকুমার বৃত্তি চর্চার মাধ্যমে যথার্থ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তাঁরা নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান-কে নতুন সভাপতি’র দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিভাগের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘মোখলেসুর রহমান ট্রাস্ট’ থেকে বৃত্তি প্রদান করা হয়।
বিভাগের বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পছন্দের আরো পোস্ট