আশাইউবিতে ‘সিম্ফনী’র তৃতীয় সংখ্যার উদ্বোধন

IMG_8705আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) র ইংলিশ ক্লাব গত (১২ এপ্রিল ২০১৬) তাদের প্রকাশনা ‘সিম্ফনী’এর তৃতীয় সংখ্যার উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের জন্য তরুণদের ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এগ্রো বিজনেস, জনাব আবু লুৎফে ফজলে রহিম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসান। ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এবং ইংলিশ ক্লাবের কো-অর্ডিনেটর ডায়না আনসারী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ইংরেজী বিভাগের শিক্ষকমন্ডলী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট