জাবিতে ২৯ টি শূন্য আসনে ভর্তি ১৩ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২৯ টি শূন্য আসনে ভর্তি আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে।
শনিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী (১১ এপ্রিল) সকল ইউনিটের শূন্য আসন সমূহের তালিকা ইউনিট অফিস, বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া আগামী (১৩এপ্রিল) দুপুর ১২টায় স্ব-শরীরে উপস্থিত (শুধুমাত্র ৮ এপ্রিল আবেদনপত্র জমাদানকারী) ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি করানো হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বমোট ২৯ টি আসন শূন্য রয়েছে। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ