তোমার জন্য…
নিয়ে মনে কবিতার বাসনা-
আমি আজ কবিতা লিখব বলে
তোমায় নিয়ে…
ভাবুক মনে ভাবছি তোমায়
লালটিপ কপালে কেমন লাগবে?
বাতাসে এলো চুল !
সিথিঁর এক কোনে কদম ফুল
ইস্! এই বুঝি কবিতা হলো…
তিলের মত নাকে নাকফুল
মনের গভীরে হাজারো স্বপ্ন,
নিয়ে চোখে অজস্র কামনা ।
মহারাণী!কবিতা তো আজ হবে না
আরেকদিন না হয় লিখব,
আজ শুধু তোমায় ভাবলে মন্দ হয় না
অভিমান করো না মহারাণী !
তোমায় নিয়ে কবিতা আমি লিখবই…
আমি কবি নই,তবুও…
উৎসর্গঃ তোমায়…
লেখাপড়া২৪.কম/এমএইচ