সাতক্ষীরায় দুর্নীতি বিষয়ে মতবিনিময় সভা

Tib picture 1 (1)‘দুর্নীতি দারিদ্র্য ও অবিচার বাড়ায়। আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে-এখনই’ এই স্লোগানকে সামনে রেখে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা’র আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ড. দিলারা বেগম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘টিআইবি দুর্নীতি নিয়ন্ত্রণ করবে না কিন্তু দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করবে। আমাদের অনিয়ম ও দুর্নীতি টিআইবি ধরে দিচ্ছে বলেই আমরা সচেতন হচ্ছি। টিআইবি মানুষকে দুর্নীতি না করার জন্য সচেতন করছে তবে সর্ব প্রথম আমাদের নিজেদের সচেতন হতে হবে। সরকার এখন আইটি সিস্টেম ডেপলপের মাধ্যমে কাজ করছে, ফলে দুর্নীতি কমে আসছে। আমাদের সকলকে দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে কাজ করতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।’

 

মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এসময় তিনি বলেন, ‘দুর্নীতি নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণের চাহিদা স্পষ্ট করায় আমাদের কাজ। সরকার একটি প্রগতিশীল সংবিধান তৈরি করেছে। তবে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব না। দুর্নীতি বন্ধ করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সামজিক অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।’

 

Post MIddle

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিডিএলজি’র উপ পরিচালক মঈনুল ইসলাম, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছছ্রে হোসেন, সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, ছফুরন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর ছিদ্দিক, সাংবাদিক ও শিক্ষক আনিছুর রহিম, দৈনিক দক্ষিণের মশালের ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ নিমাই মন্ডল, প্রভাষক অলিউর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অপরেশ পাল প্রমুখ।

 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় পত্রিকার সম্পাদক ও সচেতন নাগরিক কমিটি,র সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সনাক সদস্য তৈয়েব হাসান বাবু।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট