গ্রিন ইউনিভার্সিটিতে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন
গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ক্লাব এবং টেক্সটাইল ক্লাবের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গ্রিন ইউনিভার্সিটির বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ এবং খুনি-ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানায়। এ সময় তারা ‘চলো চলো কুমিল্লা চলো, তনু হত্যার বিচার কর’ ‘
আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ ‘নো মোর রেপ’ ‘তনু আমাদেরই একজন’ ‘জাস্টিজ ফর তনু’ লেখা প্লেকার্ড বহণ করছিল পাশাপাশি আমাদের সমাজে যাতে আর কোন তনুকে এরকম ধর্ষণ ও হত্যাকা-ের শিকার হতে না হয়, তার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্ছার হতে ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।