বিইউবিটিতে স্বাধীনতা দিবস উদযাপন

Image3বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৮ মার্চ) মিরপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সারওয়ার কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন|

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ তার সুচনা বক্তব্যের শুরুতেই পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব বাংলার মানুষের উপর অত্যাচার-নির্যাতন এবং বঞ্চনার ইতিহাস শিক্ষাথীদের সামনে তুলে ধরেন|২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলনে, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা হয়| তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করার আহবান জানিয়ে বলেন বঙ্গবন্ধু না থাকলে এ দেশে স্বাধীনতা আসতোনা |

 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মিঞা লুত্ফার রহমান, যুগ্ম রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র- ছাত্রী, কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন| পরে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়|

 

 

পছন্দের আরো পোস্ট