উত্তরা ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন

12512684_10209099926720483_491352566205466010_nমহান স্বাধীনতা দিবসে উত্তরা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব দেশের শতবর্ষের ইতিহাস তুলে ধরে পরিবেশন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

12718310_10209099873879162_8018793096796724368_nশনিবার রাতে রাজধানির উত্তরা ক্লাব লিমিটেড আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয় স্বদেশের মুক্তির লড়াই আর অর্থনৈতিক বুনিয়াদ গড়ার সংগ্রামের কথা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গীতিনাট্য প্রিয় মাতৃভূমি। এছাড়াও শিক্ষার্থীরা পরিবেশন করেন দেশাত্মবোধক, লোকজ ও বাউল গান।

 

12744694_10209099877599255_720823206069328110_nএসময় উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান-সহ বিশ্বদ্যিালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন উত্তরা ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা।

 

12801473_10209099896599730_3401439768653713663_nমিসেস সেলিনা সাজ্জাদের নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন কাজী তামান্না তৃষা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন বিশ্বদ্যিালয়ে স্কুল অব বিজনেস-এর চেয়ারম্যান কাজী তারেক উল্যাহ।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট