বান্ডিট বিশ্ববিদ্যালয়ের সাথে আশাইউবি’র সমঝোতা
গত (২১ মার্চ ২০১৬) তারিখ আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) এবং ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের কাশেম বান্ডিট ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আশাইউবি’তে অনুষ্ঠিত উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, উপাচার্য, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ড. সুআত সুওয়ানদি, ভাইস প্রেসিডেন্ট, এডমিনিসট্রেটিভ অ্যাফেয়ার্স, কাশেম বানডিথ ইউনিভার্সিটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক-এর আওতায় প্রতিষ্ঠান দুটি উচ্চ শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক তথ্য বিনিময়ে একে অন্যকে সহযোগিতা করবে।আশাইউবি’র বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং কাশেম বান্ডিট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।