খুবিতে বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস কর্মসূচি

ku(১৭ মার্চ) বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ (২নম্বর একাডেমিক ভবন দ্বিতীয় তলা), সকাল ৯-১৫ মিনিটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা (রেজিস্ট্রেশন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত), সকাল ১০-১৫ মিনিটে আলোচনা সভা (২নম্বর একাডেমিক ভবনের অডিটরিয়ামে), বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল।

 

Post MIddle

চিত্রাংকন প্রতিযোগিতা ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। ক-গ্রুপঃ শিশু শ্রেণি থেকে ১ম শ্রেণি, খ-গ্রুপঃ ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, গ-গ্রুপঃ ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনের ২য় তলায় এই শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট