ড. হারুন অর রশিদের নতুন বই ৬ দফার ৫০ বছর
৬-দফার পঞ্চাশ বছরপূর্তিতে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর নতুন বই ‘আমাদের বাঁচার দাবী’ ৬ দফা’র ৫০ বছর।
৬টি অধ্যায়, ১২টি পরিশিষ্ট ও ২৭টি আলোকচিত্র নিয়ে বইটি রচিত। এতে ৬-দফা কর্মসূচির স্বল্প ও দীর্ঘ মেয়াদি পটভূমি, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা, ১৯৬৬ সাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা/গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হওয়ার ইঙ্গিতসহ অনেক নতুন নতুন তথ্য উঠে এসেছে। পৃষ্ঠা ১৬০। মূল্য : ২০০ টাকা।
লেখাপড়া২৪.কম/আরএইচ