দৌলতপুরে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, দৌলতপুর কলেজের অধ্যক্ষ আমানুল হক ও দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি খন্দকার আবুল কালাম আজাদসহ বিভিন্ন স্কুল ও কলেজর শিক্ষার্থীবৃন্দ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন শেষে সংসদ সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ বই মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।#
লেখাপড়া২৪.কম/আরএইচ