এমআইএসটি’তে স্থাপত্য বিষয়ক সেমিনার

REL___01_527081287মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) -তে ‘স্থাপত্য সপ্তাহ-২০১৬’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসের এমআইএসটি’র জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হলে ৪দিনের এ সেমিনার শুরু  হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আব্দুল কাদির। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সেমিনারের প্রথম দিন স্থাপত্য নকশায় ভূমিকম্প প্রতিরোধী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন প্রদর্শনী চলার পাশাপাশি ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য মডেল তৈরির কলা-কৌশল নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হবে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট